Powered by Blogger.

Followers

দুর্দিন চিরকাল থাকে না
0 Comments - 28 Sep 2011
যখন দুর্দিন ঘনিয়ে আসেতখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরী কাজ।যাঁদের মুখে সব সময় কথার খই ফোটেতাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক্‌সংযম অভ্যাস করা। দুর্দিন আসছে, এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না,তাঁরা কবি, অধ্যাপক, রাজনীতির পন্ডিত অথবা নেতা যা-ই হোন না কেন,তাঁদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাইকরে নেওয়া।দুর্দিন কখনও চিরকা...

More Link
দুর্দিন চির কাল থাকে না
0 Comments - 28 Sep 2011
যখন দুর্দিন ঘনিয়ে আসেতখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরী কাজ।যাঁদের মুখে সব সময় কথার খই ফোটেতাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক্‌সংযম অভ্যাস করা। দুর্দিন আসছে, এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না,তাঁরা কবি, অধ্যাপক, রাজনীতির পন্ডিত অথবা নেতা যা-ই হোন না কেন,তাঁদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাইকরে নেওয়া।দুর্দিন কখনও চিরকা...

More Link

Wednesday, September 28, 2011

বক্তৃতা বাবু

হেই বক্তৃতা বাবু!
তুই হুই শহরের সাততলা বাড়ী থেকে
নামলি মাচায়,
এলি গাড়ী চড়ে মিটিং করতে
আমাদের শরীরের কালো রঙ সাবান মাখিয়ে ফর্সা করতে,
আমাদের ছেলে মেয়েদের ভালো,সভ্য করতে ;
এলি যেন লাট সাহেবের নাতি!
বক্তৃতা দিয়ে যাবিও
সেখানে—কল টিপলেই জল পড়ে।
ঘর আলো হয় ঘুটঘুটে কালো রাতে;
আবার বিজলি পাখাও ঘোরে-
বক্তৃতা দিয়ে শরীরে যদি ঘাম লাগে তোর, বক্তৃতা বাবু!
তুই বড় ভালো ছেলে।
আমাদের জন্য কত যে খাটিস-পিটিস!
কেবল ঘরের বিজলী পাখাটা বন্ধ হলেই মেজাজ গরম;
জলকে বরফ করার যন্ত্র-সেটাও বিকল!
তুই না রাজার বেটা!
রেশনে চাল ছেড়ে দিয়ে খাস বাসমতী চাল-
তবু আমাদের জন্য রাত্রে ঘুমাস না তুই ;
আহারে সোনার বাবু!
হেই বক্তৃতা বাবু ! হেই বক্তৃতা বাবু ! থু !

1 comment:

  1. বাস্তব বড় নিষ্ঠুর। বাস্তবের মুখোমুখি হওয়া বড়ই কঠিন।

    ReplyDelete

Text Widget

Text Widget